কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: তীব্র শীতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার আর হিমেল হাওয়া শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ¦ালিয়ে চলাচল করছে যানবাহন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়, জানিয়েছেন গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান।
শীতের কারণে কাজে যেতে না পারায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দিনমজুর ও কৃষিশ্রমিকেরা।
শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ভিড় বাড়ছে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে।
অপরদিকে, ঘন কুয়াশার কারণে ফসল নষ্টের আশংকা করছেন কৃষকেরা।
সিতারামপুর গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, ‘শীতের কারণে শ্রমিকরা জমিতে কাজ করতে পারছেন। ঘরে বসিয়ে তাদেরকে খাওয়াতে হচ্ছে।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, সকাল ৬টায় দেশের সবনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে। সেসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন দিনে এই তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, তখন জেলায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।