,

ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ কাশিয়ানীর অনুজ বিশ্বাস

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের হাত থেকে ক্রেস গ্রহণ করছে অনুজ বিশ্বাস।

বিডিনিউজ ১০ ডেস্কসাহসীকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত হয়েছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য (দফাদার) অনুজ বিশ্বাস।

এলাকায় পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা ও জুলাই মাসের কাজে অগ্রণী ভূমিকা পালন করায় তাকে এই পুরস্কার দেয়া হয়। গত রবিবার ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের অফিস কক্ষে তাঁর হাত থেকে ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ গ্রহণ করেন তিনি।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খানসহ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ২৫ আগষ্ট জেলা পুলিশের পক্ষ থেকে এই দফাদারকে জেলায় শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে পুরস্কার দেন পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান খান।

এই বিভাগের আরও খবর