বিডিনিউজ ১০ রিপোর্ট: ঢাকার বাইরে কমছে না ডেঙ্গুতে মৃত্যু। এ পর্যন্ত মারা গেছেন ৬৪ জন। চিকিৎসায় অভিজ্ঞতার অভাব ও দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে মৃত্যু। সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকদের প্রশিক্ষণের ওপর জোর দেয়ার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদিকে, আজও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুরের এক ব্যবসায়ী।
আর কোনো দিন ফিরবে না মা। চলে গেছেন না ফেরার দেশে। ছেলে অলিনকে মশা সম্পর্কে সাবধান করলেও, মা হাফসা লিপি নিজেই মারা গেলেন ডেঙ্গুতে।
পরিবারের সঙ্গে ঈদ করতে ইটালী থেকে শরীয়ত পুর আসেন লিপি। ডেঙ্গু আক্রান্ত হওয়ার আট দিনের মাথায় মারা যান। চিকিৎসকের পরামর্শে বাড়িতেই নেন চিকিৎসা। পরে অবস্থা জটিল হলে ঢাকায় এনেও বাঁচানো যায়নি তাকে।
ঢাকার বাইরে বেশির মৃত্যুর গল্পই এমন। সবচেয়ে বেশি মাদারীপুরে মারা গেছেন সাত জন। আর শুধু ঢাকা বিভাগে এই সংখ্যা ২৭।
এখন রাজধানীর বাইরে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। সেই তুলনায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ ও দক্ষতার অভাব রয়েছে।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১শ ৭৯ রোগী।