,

ডিআইজি প্রিজন বজলুর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে কারা সদর দফতরের বর্তমান উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশিদকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গেফতার করে দুদক। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে, অবৈধ সম্পদ অর্জন ও ঘুষের কোটি টাকা লেনদেনের অভিযোগে বজলুর রশিদ ও তার স্ত্রী রাজ্জাকুন নাহারকে তলব করে দুদক। এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত চলে দুদকের জিজ্ঞাসাবাদ। এতে অবৈধ অর্থ লেনদেনের তথ্য পায় দুদক। পরে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করে বজলুর রশিদকে গেফতার দেখানো হয়।

বজলুর রশিদ অভিনব কায়দায় বিপুল পরিমাণ ঘুষের টাকা স্ত্রীর কাছে স্থানান্তর করতেন। কারা অধিদফতরে নিয়োগ বাণিজ্য, টাকার বিনিময়ে বিতর্কিত কর্মকর্তাদের পদায়নের অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে।

এই বিভাগের আরও খবর