,

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিজ দোকানে ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে নুর ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই এলাকার  আব্দুল মজিদের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার সময় নিজ দোকানে ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতি মেরামতের সময় ছেড়া বৈদ্যুতিক তারে শক লাগে নুর ইসলামের। তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর