গোপালগঞ্জ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক স্বাধীনতা শিক্ষক পরিষদ।
শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সমাস্বাশিপের নেতৃবৃন্দ।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিষদের সভাপতি মো: আফতাবুর রহমান হেলালী, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল হক শাহাদাত, বাদল চন্দ্র ঢালী, আ: সামাদ, সাঈদুজ্জামান তোতা, হাফিজুর রহমান, গোলাম হোসেন, বানীব্রত চৌধুরী, মাসুদ আলম, মনোরঞ্জন ধর প্রমুখ।
মো: আফতাবুর রহমান হেলালী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ-লালন ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী এমন সরকারি মাধ্যমিক শিক্ষকদের সমাস্বাশিপের মাধ্যমে সংগঠিত করে তাঁদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা সমস্যার সমাধান করা। এছাড়া কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিয়ে তাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দক্ষ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।’