,

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এলজিইডির প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এলজিইডির নব নিযুক্ত প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্ আচার্য্য।

শুক্রবার দুপুর ১২ টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ‌।

পরে তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের  শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ  প্রার্থনা করেন।

এ সময় এলজি্ইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আলী আকতার হোসেন, মোঃ আব্দুস সালাম মন্ডল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান সিকদার, গোপালগঞ্জের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবু ছায়েদ, নির্বাহী প্রকৌশলী একে ফজলুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে  তিনি টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে ও স্বাক্ষর করেন।

এরপর গণপূর্তের নব নিযুক্ত প্রধান প্রকৌশলী আশরাফুল আলম বঙ্গবন্ধুর সনমাধি সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ ফাতেহাপাঠ ও দেয়া মোনাজাত করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এই বিভাগের আরও খবর