,

টুঙ্গিপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ:  ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন’ প্রতিপাদকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিভিন্ন আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে আয়োজিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, সমবায় কর্মকর্তা এসএম সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদার, কুশলি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর