গোপালগঞ্জ প্রতিনিধি: বিরাজমান করোনা ভাইরাস সংকটে গোালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় টুঙ্গিপাড়ার অস্বচ্ছল ১০০টি পরিবারকে শুভেচ্ছা উপহার দিয়েছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
সকালে টুঙ্গিপাড়া ব্রাঞ্চ অফিসের সামনে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীতে ছিল ১০ কেজি চাল, ৫কেজি আলু, ১লিটার তৈল, ১কেজি ডাল, ১কেজি লবন, ১টি সাবান, ২টি মাক্সও নগদ ২০০/ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, টুংগীপাড়া পৌরসভার কাউন্সিলর হাবিবুল বশির লিপু, টুংগীপাড়া সমাজসেবা কর্মকর্তা মোঃ খসরুল আলম, পদক্ষেপ গোপালগঞ্জের এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মালেক, গোপালগঞ্জ সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার অপূর্ব রায়, এছাড়াও টুঙ্গিপাড়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রবিউল ইসলামসহ সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, গোপালগঞ্জ এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মালেক বলেন, অসহায় ও অস্বচ্ছল পরিবারগুলোর মাঝে বিতরণকৃত এ সকল সামগ্রীকে আমরা ত্রাণ সামগ্রী বলছি না, আমরা উপহার সামগ্রী হিসেবে বিবেচনা করছি। চলমান করোনা সংকট মোকাবেলায় প্রথম পর্যায়ে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে আজ ১০০টি পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করেছি, এটি চলমান থাকবে।