টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে মির্জাপুর এবং কালিহাতী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জোকারচর এলাকায় পৌঁছলে এক কিশোর ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার সকালে মির্জাপুরে উপজেলার কুর্নি এলাকায় পৌঁছলে এক যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই এমদাদ হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।