,

টঙ্গীতে গণপিটুনিতে যুবক নিহত

ফাইল ফটো

গাজীপুর: ‌গাজীপু‌রের টঙ্গীতে চোর সন্দেহে গণপিটুনিতে কালা সেলিম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

শ‌নিবার (৭ ডি‌সেম্বর) দিনগত রা‌তে এ ঘটনা ঘ‌টে। নিহত কালা সেলিম স্থানীয় এরশাদ নগরের আবুল কাসেমের ছেলে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, শনিবার দিনগত রাত আড়াইটার দিকে টঙ্গীর এরশাদ নগর ৫ নম্বর ব্লকের আব্দুল রহিমের বাসার একটি ঘরের জানালার গ্রিল কেটে মোবাইল চুরি করে সেলিম। জানালার গ্রিল কাটার শব্দে ঘরের লোকজন জেগে ওঠে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে যায়। পরে ধাওয়া করে সেলিমকে ধরে এলাকাবাসী গণপিটুনি দেয়।

‘খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় পুলিশ সেলিমকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য রোববার (৮ ডিসেম্বর) সকালে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

এই বিভাগের আরও খবর