গোপালগঞ্জ প্রতিনিধি: আসন্ন গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদের প্রার্থীতা ঘোষণা করে নির্বাচনী মতবিনিময় সভা করেন শরীফ সোহরাফ হোসেন।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে নিজ জন্মস্থান ছোট বাহিরবাগ এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী মিয়া।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জামাল হোসেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বুলবুল আহমেদ, সমাজসেবক সিরাজুল ইসলাম, নারী ইউপি সদস্য কল্যাণী রানী বিশ্বাস, কওছার শরীফ, জিন্দার শরীফ, বিকু মিয়া, মুফতি মাসুদুর রহমান, ইউপি সদস্য আশরাফ আলী, আইয়ুব আলী, পান্নু মিয়া, আজিম শরীফ, আফতাব আলী, ইনামুল মোল্যা, পিপলু মিয়া, জুয়েল শরীফ, নিপুন কান্তি বাকচী প্রমুখ।
মতবিনিময় সভায় গোপালগঞ্জ জেলা পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফ সোহরাফ হোসেন এবারও জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যক্ত ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি বিগত পাঁচ বছর আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা নিয়ে সাধ্যমতো আমার নির্বাচনী এলাকায় উন্নয়ন করেছি। এখনও অনেক স্থানে রাস্তা-ঘাট, কালভার্ট, ঘাটলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে। আগামী নির্বাচনে বিজয়ী হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবো। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সর্বাত্মক ভূমিকা রাখব।’
আগামী নির্বাচনে বিজয়ী করতে ভোটারসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন তিনি। মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।