কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা পদক ২০১৯ বাছাইয়ে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন কাশিয়ানী উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ওয়হিদুর রহমান।
প্রথমে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভা কক্ষে বাছাইয়ে তিনি উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষা অফিসার নির্বাচিত হন।
পরবর্তীতে গোপালগঞ্জ জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে জেলা প্রসাশক শাহিদা সুলতানার সভাপতিত্বে জেলার পাচঁটি উপজেলার সহকারি শিক্ষা অফিসারদের সাক্ষা॥কার অনুষ্ঠিত হয়। সেখানে তিনি জেলার শ্রেষ্ঠ সহকারি উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াচুর রহমান (শিক্ষা ও আইসিটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা প্রমূখ।