,

জাতীয় শোক দিবস কাল, টুঙ্গিপাড়ায় প্রস্তুতি সম্পন্ন

গোপালগঞ্জ প্রতিনিধি: কাল ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেয়া হয়েছে, ব্যাপক প্রস্তুতি। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদেরও।

কিছু মানুষের মৃত্যু নেই তারা অমর। হাজার বছর বেঁচে থাকেন মানুষের হৃদয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁদেরই একজন স্বাধীন বাংলাদেশের স্থপতি।

তবে তাঁকে বাঁচতে দেয়নি ঘাতকের বুলেট। ৭৫-এর ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় সপরিবারে।

শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদেরও। সমাধিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক দিবসের নানা অনুষ্ঠানে যোগ দেবেন তাঁরা।

এরইমধ্যে শেষ হয়েছে জাতির জনকের সমাধি সৌধের পরিচ্ছন্নতার কাজ। মূলস্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, মুক্তমঞ্চ, সংগ্রহশালা, বকুলতলা চত্বর সাজানো হয়েছে নানা রঙে। আইনশৃঙ্খলা বাহিনীও নিয়েছে বাড়তি নিরাপত্তা।

শুধু দেশের বিশিষ্ট নাগরিকেরাই নয় ১৫ আগস্ট শোক দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন, নানা শ্রেণিপেশার মানুষ।

এই বিভাগের আরও খবর