,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

গাজীপুর প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে সকাল ১০টায় আলোচনা সভা ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও বর্তমান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও খবর