-
- ঢাকা, দেশজুড়ে
- জাতির পিতার সমাধিতে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের শ্রদ্ধা
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় August, 21, 2022, 7:23 am
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশন।
শনিবার বিকেলে বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি এম এ এস রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ রুমির নেতৃত্বে এ শ্রদ্বা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগস্ট নিহত সকল শহীদদের শান্তি কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে কোটালীপাড়ার ক্যাফে ৭১ রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসোসিয়েশনের সভাপতি সভাপতি এম এ এস রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনটির কেন্ত্রীয় সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ রুমি, উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক তানজীন শারমিন মিশরী,সহ-পাঠচক্র বিষয়ক সম্পাদক পলাশ সরদার, অর্থ বিষয়ক সম্পাদক আখলাকুর রহমান বক্তব্য রাখেন।
এই বিভাগের আরও খবর