নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, ‘যে চামড়ার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে এই সরকার ।’
শুক্রবার সকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল হয়। ঢাকাসহ সারাদেশে বিএনপি এই কর্মসূচি পালন করছে।বিএনপি মহাসচিব বলেন, ‘সুদূর প্রসারী যে ষড়যন্ত্র, যে চক্রান্ত বাংলাদেশকে পরনির্ভরশীল করার, সেই কাজ বহুদূর এই সরকার এগিয়ে নিয়ে গেছে। তারা (সরকার) শুধু জনগণের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তাই নয়, এ দেশকে পরনির্ভরশীল করার জন্য সেই চক্রান্তে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে।’
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আজকে সেই নেত্রীকে ইচ্ছাকৃতভাবে তারা কারাগারে আটক করে রেখেছে। কারণ তিনি যদি বাইরে থাকতেন তাহলে দেশের অর্থনীতিকে যে পরনির্ভরশীল করে ফেলা হচ্ছে, অর্থনীতিকে ফোকলা করে ফেলা হচ্ছে-সেটা সম্ভব হতো না।’
দোয়া মাহফিলে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘজীবন কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন নেতা-কর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে দেড় বছর ধরে কারাবন্দি। চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়েছে।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।