চাঁদপুর প্রতিনিধি: পাঁচতলা ভিত বিশিষ্ট পুনঃনির্মিত চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের ফলক উন্মোচন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের পূর্ব পাশে অবস্থিত নবনির্মিত এই মসজিদের ফলক উন্মোচন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, পুলিশ সুপার ভারপ্রাপ্ত মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.এস.এম দেলওয়ার হোসেনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ফলক উন্মোচন শেষে শিক্ষামন্ত্রী নামাজ আদায় করেন এবং কলেজের হোস্টেল পরিদর্শন করেন।