জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শিয়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন।
আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদীর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (৩০ অক্টোবর) সকালে ঘোড়াশাল পৌর এলাকার করতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে করতৈল গ্রামের খালপাড় নামক স্থানে বাড়ি থেকে ফজরের নামাজ পড়তে বের হলে নজরুল ইসলাম ভুট্টোকে (৩৫) একটি শিয়াল এসে কামড়ে আহত করে।
পরে সকাল ৬টার দিকে মোহাম্মদ শাকিব মিয়া (১০) নামে এক শিশুকে ও সকাল ৭টার দিকে মো. নুরুল ইসলামকে (৩৮) শিয়ালটি কামড়ে আহত করে।
এ বিষয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান জানান, শিয়ালের কামড়ে আহত মোহাম্মদ শাকিব মিয়া নামে একজনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।