,

ঘন কুয়াশায় ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

বিডিনিউজ ১০ ডটকম ডেস্ক: ঘন কুয়াশায় কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাতের ৪টি ফ্লাইটের সময়সুচী পরিবর্তন করা হয়েছে এবং বাতিল করা হয়েছে আরো চারটি ফ্লাইট।

ফ্লাইট পরিবর্তনের নোটিশ টাঙানো হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল গেইটে। নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ বিমানের মাস্কাটের ফ্লাইট ছাড়বে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় এবং রিয়াদের ফ্লাইট ছাড়বে একইদিন দুপুর ১২টায়।

এছাড়া, কাঠমুন্ডু, কুয়ালালামপুর, দিল্লি ও ব্যাংককের ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশসহ আরো দুটি এয়ারলাইন্স। যেগুলোর পরবির্তী ফ্লাইট শিডিউল এখনো জানানো হয়নি।

বুধবার (২৭ জানুয়ারি) এয়ারপোর্টে এসে ভোগান্তিতে পড়েছেন ফ্লাইট বাতিল হওয়া বিমানের যাত্রীরা। আগে থেকে নোটিশ না পাওয়ায় এ ভোগান্তিতে পড়েন বলে যাত্রীরা জানান। কনকনে ঠান্ডায় বাইরে অপেক্ষা করতে হচ্ছে এসব যাত্রীদের। তাদের অভিযোগ, এয়ারলাইনস কর্তৃপক্ষের কেউ তাদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি।

এই বিভাগের আরও খবর