মানিকগঞ্জ: পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ পদ্মায় কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন, রাত ১২টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল স্বাভাবিক বন্ধ রাখা হয়েছে।
কোনো ফেরি মাঝ পদ্মায় যাত্রী কিংবা যানবাহন নিয়ে আটকে পড়েছে কিনা জানতে চাইলে সঠিক তথ্য দিতে পারেনি ডিজিএম জিল্লুর রহমান। কুয়াশার প্রকোপ কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।