,

ঘন কুয়াশায় কালনা-শংকরপাশা ঘাটে ফেরি চলাচল বন্ধ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: মধুমতি নদীতে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে কাশিয়ানীর কালনা-শংকরপাশা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (৭ ডিসেম্বর) ভোররাতে মধুমতি নদীতে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফেরি চালক ভুলু ঠাকুর বিডিনিউজ ১০ ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২টার পর থেকে মধুমতি নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় ফেরি গতিপথ অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফেরিঘাটের অদূরে কালনা সেতুর নির্মাণ কাজ চলায় কুয়াশার সময় ফেরি চলাচল বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। কুয়াশার প্রকোপ কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর