তারিকুল ইসলাম: গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনী এলাকা ৬ এর পরিচালক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারী) পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালক পদে নির্বাচনে হাছিবুর রহমান লিটু ছাতা প্রতীক, মো. জামিরুল ইসলাম বিপুল বিশ্বাস দোয়াত কলম ও মোঃ মফিজুল ইসলাম মাফি মাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়।
সকাল ৯টা হইতে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
পরিচালক পদে নির্বাচনে মোট ভোটার সংখ্যা হল ২২ হাজার ৪’শ ৫০ জন। এর মধ্যে ভোট বাক্সে ভোট জমা পরেছে ২ হাজার ২ শত ১২ ভোট। ছাতা প্রতীক নিয়ে হাছিবুর রহমান লিটু ৮৩৪ ভোট পেয়ে ভোটে নির্বাচিত হয়। তার প্রতিপক্ষ মোঃ জামিরুল ইসলাম বিপুল বিশ্বাস দোয়াত কলম প্রতীক নিয়ে ৭৬৮ ভোট ও মফিজুল ইসলাম মাফি ৬ শ’ পেয়েছেন। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির রির্টানিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান অশোক কুমার ঘোষ।