জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর। আজ মঙ্গলবার শহর সমাজসেবা কার্যালয় তাদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে।
‘কর্মদলের সদস্যদের ঋণ গ্রহণের পূর্বে অবহিতকরণ ‘ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপানী অনুষ্ঠানে ৩১ জন উদ্যোক্তার হাতে সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন আর রশীদ।
পরে ৯৪টি কর্মদলের দলনেতার হাতে সাইনবোর্ড তুলে দেওয়া হয়। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জুলফিকার আলী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন। এতে গোপালগঞ্জ শহরের ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।