,

গোপালগঞ্জে শিক্ষার্থীদের মাঝে টেবিল লাইট বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোলার টেবিল লাইট বিতরণ করা হয়েছে।

বুধবার গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়ায় জামান অ্যাডভান্স সেন্টারে গোবরা ইউনিয়নের ৯ টি প্রাথমিক বিদ্যালয় ও ৩ টি মাধ্যমিক বিদ্যাল্যালয়ের সকল ক্লাসের বিগত পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ১২০ জন শিক্ষার্থীদের মাঝে এ লাইট বিতরণ করা হয়।

গোবরা ইউনিয়ণ পরিষদের উদ্যোগে এলজিএসপি এর অর্থায়নে এ লাইট বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইলিয়াছুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এ লাইট বিতরণ করেন। এ সময় সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান খান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন,গোবরা ইউনিয়নের চেজয়ারম্যান শফিকুর রহমান টুটুল উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর