গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩য় বর্ষের ছাত্র ও দৈনিক আলোকিত বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শামস জেবিনের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। পরে বিকেলে আহত ওই শিক্ষার্থী এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মিডটার্ম পরীক্ষায় অংশগ্রহণ করতে ওই শিক্ষার্থী সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে যান। এ সময় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ছাত্র ফয়সাল সাজিদের নেতৃত্বে ৪০ জনের একদল সন্ত্রসী তাকে ভিসির সঙ্গে দেখা করার জন্য তার দপ্তরে যেতে বলে। ওই শিক্ষার্থী পরীক্ষা শেষে ভিসির সঙ্গে দেখা করবেন বলে জানান। তখন তারা ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়ে তাকে বেদম মারপিট করে। পরে শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে যান।
আহত শামস জেবিন বলেন, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির স্বাধীনভাবে কাজ করার বিষয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি। এছাড়া সাংবাদিক সমিতির সদস্য ফাতেমাতুজ জিনিয়াকে বহিষ্কারের প্রতিবাদ করেছি। এ কারণে আমার ওপর এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছি। হামলাকারীরা আমাকে চেনে না। তারা এসেই আমার কাছে নাম জিজ্ঞাসা করে। পরে তারা আমাকে ভিসি স্যারের কাছে যেতে বলে। আমার পরীক্ষা ছিল, তাই আমি পরীক্ষার পর ভিসি স্যারের সঙ্গে দেখা করব বলি। তারা তখনই ভিসি স্যারের কাছে যেতে বলে। এতে আমি রাজি না হওয়ায় তারা ঘিরে ধরে আমাকে মারপিট করে। প্রথম আমাকে যারা মারপিট করেছে তাদের নাম আমি অভিযোগপত্রে উল্লেখ করেছি। এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছে ফয়সাল সাজিদের নেতৃত্বেই আমার ওপর হামলা হয়েছে। তাই তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আশিকুজ্জামান ভূইয়া বলেন, এ ব্যাপারে ওই শিক্ষার্থী প্রক্টর দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এ ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।