,

গোপালগঞ্জে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মন্ত্রীর কাছে স্মারকলিপি

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ-ঢাকা রুটে বেআইনিভাবে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জনগণ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছে।রোববার সকালে ডিসির মাধ্যমে এ স্মারকলিপি পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন কালু ও বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিউটন মোল্লাসহ অন্যান্যরা অতিরিক্ত ডিসি (সার্বিক) কাজী শহিদুল ইসলামের হাতে এ স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপিতে জানানো হয়েছে, গোপালগঞ্জ থেকে ঢাকার দূরত্ব ১৪৮ কিলোমিটার। প্রতিদিন অন্তত এক হাজার যাত্রী গোপালগঞ্জ-ঢাকা আবার ঢাকা-গোপালগঞ্জ রুটে চলাচল করেন।

এছাড়াও গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতকরা ৪৫ ভাগ শিক্ষার্থী ঢাকা ও আশপাশের জেলা থেকে যাতায়াত করেন। ২০১৮ সালের জুলাই মাসে কোনো কারণ ছাড়াই বাস ভাড়া ৩০০ টাকা বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়। ২০১৯ সালের ২০ আগষ্ট গোপালগঞ্জ-ঢাকার ভাড়া ৩৫০ টাকার পরিবর্তে ৪০০ টাকা নির্ধারণ করা হয়।

এতে আরো জানানো হয়, গোপালগঞ্জ জেলায় কিছু বাস মালিকদের কারসাজিতে বেআইনিভাবে দুইদফা বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এছাড়াও অনতিবিলম্বে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) কর্তৃক কিলোমিটার প্রতি নির্ধারিত ভাড়া অনুযায়ী গোপালগঞ্জ-ঢাকা রুটের বাসভাড়া নির্ধারণ ও দক্ষ এবং প্রশিক্ষিত চালক দ্বারা বাস পরিচালনার দাবি জানানো হয়।

এই বিভাগের আরও খবর