জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরের বিজয়পাশায় জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সর্ভিসের সিনিয়র স্টেশন মাস্টারসহ দুজন আহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের পাশে বিজয়পাশা এলাকায় শাহ আলম ভূঁইয়ার পেট্রল-ডিজেলসহ জ্বালানি তেলের দোকানে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক এসব তথ্য জানান।
তিনি জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সড়কে যান চলাচল শুরু হয়।
আগুনে আহত গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক ও ব্যবসায়ী শাহ আলম ভূঁইয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক শাহ আলম ভূঁইয়া জানান, তিনি দোকানে পেট্রল, মবিল, ডিজেল ও অকটেন বিক্রি করেন। তার দোকানে নগদ ৮৩ হাজার টাকা, আনুমানিক ২৩ লাখ ৬৮ হাজার টাকার মবিল ও ৬০ থেকে ৬৫ ব্যারেল পেট্রল, অকটেন ও ডিজেল ছিল। সবকিছু পুড়ে গেছে।
আগুনে তার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
ওই ব্যবসায়ীর বাবা জুলফিকার ভূঁইয়া বলেন, ‘ড্রাম থেকে গ্যালনে পেট্রল ঢালার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন অন্য ব্যারেলে ছড়িয়ে পড়ে। দোকানে মজুত থাকা অধিকাংশ মালামাল পুড়ে গেছে।’
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার স ম আরিফুল হক বলেন, ‘ শর্ট সার্কিট বা প্রচণ্ড তাপদাহের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি।’
তিনি আরও জানান, সময়মতো তারা ঘটনাস্থলে পৌঁছায়, আশপাশে ঘরে আগুন লাগেনি।