,

গোপালগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতি ও জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার শুরুতেই বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, আগামী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

এ দিন সেখানে জাতীয় শোক দিবসের কর্মসূচীতে প্রধানমন্ত্রীর অংশ নেয়ার কথা রয়েছে।

এ সভায় জেলা আইন শৃংখলা কমিটির সদস্য ও জেলার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর