গোপালগঞ্জ প্রতিনিধি : একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জে মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। চরমোনাই পীরের ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ দলের দুই প্রার্থী প্রথম মনোনয়নপত্র দাখিল করলেন।
গোপালগঞ্জ-২ ও ৩ আসনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ’ এর দুই প্রার্থী সোমবার বিকেলে রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের কাছে এই মনোনয়ন পত্র দাখিল করেন।
গোপালগঞ্জ-২ আসনে মাওলানা তছলিম সরদার এবং গোপালগঞ্জ-৩ আসনে ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ মনোনয়নপত্র দাখিল করেন । এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দুই প্রার্থী আওয়ামী লীগের হেভিওয়েট দুই প্রার্থীর সাথে ভোট যুদ্ধে নামবেন। আওয়ামী লীগ থেকে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গোপালগঞ্জ-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম নির্বাচনে অংশ নেবেন।
রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক দুইটি মনোনয়নপত্র দাখিল হয়েছে বলে জানিয়েছেন।