,

গোপালগঞ্জে গত ৪৮ ঘন্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে আবারো বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৪৮ ঘন্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। আর জেলায় একজন ডেঙ্গু রোগী মারা গেছে। এনিয়ে জেলায় গত দুই মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়োলো ৪৩০ জনে।

গো্পালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, নতুন করে ভর্তি হওয়ায ডেঙ্গু রোগীর মধ্যে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেলারেল হাসপাতালে ১৬ জন ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ৪৩০ জনের মধ্যে ২২জন জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকী রোগীরা চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন।

জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুর পর সাধারন রোগীসহ জেলাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতংক। সামান্য জ্বর হলেও রক্ত পরীক্ষা করতে হাসপাতালে ছুটছেন তারা।

এই বিভাগের আরও খবর