জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে গোপালগঞ্জ গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর (আইডিইবি) গৌরবোজ্জ্বল ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
‘টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানী এই প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মঙ্গলবার (৮নভেম্বর) সকাল ১০ টায় আইডিইবি’র উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বেলুন উড়িয়ে জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই শোভাযাত্রার উদ্বোধন করেন। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমানা বাচ্চু, জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরপার্কে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রকৌশলী বিএম এহসানুল কবির, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল হালিম খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।