,

গোপালগঞ্জে ‘এইচপিভি টিকা’ প্রয়োগ কর্মসূচীর উদ্বোধন

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ূমুখ ক্যান্সার রুখে দিন’ এ শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে ৬৩ হাজার ৪৯৮ কিশোরীর দেহে এইচপিভি টিকা প্রয়োগ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ রোববার (১৫ অক্টোবর) সকালে গোপালগঞ্জ সরকারি শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ কার্যেক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আল বেলী অফিফা ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সিভিল সার্জন ডা. চৌধূরী শফিকুল আলম, ইমুনাইজেশন কর্মকর্তা ডা. তানজিম তিষাসহ আরো অনেকে বক্তব্য দেন।

পরে শিক্ষার্থীদের দেহে এইচপিভি টিকা প্রয়োগ করে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এই বিভাগের আরও খবর