,

গোপালগঞ্জের সিভিল সার্জন সপরিবারে করোনায় আক্রান্ত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ স্বপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন।

তাঁর স্ত্রী-সন্তান ও বাসার কাজের মেয়েসহ ৫জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯নভেম্বর) সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, গোপালগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৭৮০ জনে। আক্রান্তদের মধ্যে ২ হাজার ৬৬৪ জন সু¯’ হয়েছেন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের। এ পর্যন্ত ২০১ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর