নিজস্ব প্রতিবেদক : চলতি মৌসুমে প্রথম তাপপ্রবাহ বয়ে যায় ২৬ মার্চ। ওই দিন ১২টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। তারপর থেকে এখন পর্যন্ত তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে।
মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। আজ শনিবার (১১ মার্চ) গোপালগঞ্জসহ ছয়টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে এ দিনের সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, সিলেট, টাঙ্গাইল, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঝড়ো-বৃষ্টির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সেই সাথে ঢাকা, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।