জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ভোটারদের ফিঙ্গার নিয়ে বের করে দিয়ে নৌকা প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১২ অক্টোবর) ইউনিয়নের ভোলারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ভোটার ও পোলিং এজেন্টদের অভিযোগ, হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিদ্যুতের নেতৃত্বে বহিরাগতরা বুথে ঢুকে জোরপূর্বক ভোট নিচ্ছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিদ্যুত।
ভোলারপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী বুথে সদস্য পদের এজেন্ট শাহিনা খাতুন বলেন, ‘আওয়ামী লীগের নেতারা গোপন বুথে প্রবেশ করে জোরপূর্বক ভোট নিচ্ছেন। প্রতিবাদ করলেই মারতে যাচ্ছেন তারা। পোলিং এজেন্ট বা প্রিসাইডিং কর্মকর্তাও কিছু বলছেন না।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ খান নাসির বলেন, ‘ভােটারদের ফিঙ্গার রেখে কক্ষ থেকে তাদের বের করে দিয়ে আওয়ামী লীগের নেতারা নৌকায় ভোট দিচ্ছেন। প্রায় কেন্দ্রেই এমন ঘটনা ঘটেছে।’
এ বিষয়ে ভোলারপাড়া কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হাই বলেন, ‘সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হচ্ছে। তবে দুই-একজন নেতা কেন্দ্রে ঢুকে পরিবেশ নষ্টের চেষ্টা করেন। পুলিশের সহায়তায় বহিরাগতদের কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, উপজেলার হেমনগর ও ঝাউয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৭৮ জন এবং সংরক্ষিত পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৫৮ হাজার ৬৮৪ জন।