গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় লবণ কেনার হিড়িক পড়েছে। ‘২০০ টাকা হবে লবণের কেজি’ এমন গুজবে উপজেলার ঘাঘর বাজারের বিভিন্ন দোকানে লবণ ক্রেতাদের ভিড় লক্ষ করা গেছে। বাজারের প্রায় অর্ধশতাধিক দোকানে লাইন দিয়ে খুচরা বিক্রেতা ও ক্রেতাদের লবণ কিনতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত সোমবার দিবাগত রাত থেকে কোটালীপাড়া উপজেলায় লবণের কেজি ২০০ টাকা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ঘাঘর বাজারে লবণের ডিলার, পাইকারি বিক্রেতা ও খচরা বিক্রেতাদের দোকানে লবণ ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। এরপর দুপুর ১২টার মধ্যে ডিলার ও অনেক পাইকারি ব্যবসায়ীর গোডাউন লবণশূন্য হয়ে যায়।
মধুমতি সল্টের কোটালীপাড়ার ডিলার জালাল শেখ জানান, একটি গুজবের ওপরে ভর করে হঠাৎ সাধারণ মানুষ লবণ কেনা শুরু করেছেন। আমরা পূর্বের দামেই লবণ বিক্রি করছি। এই মুহূর্তে দাম বাড়ার কোনো সম্ভাবনাও নেই।
পাইকারি ব্যবসায়ী গনেশ সাহা বলেন, সকাল থেকেই আমাদের দোকানে লবণ কেনার জন্য সাধারণ জনগণ ও খুচরা বিক্রেতারা ভিড় করেন। দুপুর ১২টার মধ্যে আমাদের দোকানের সব লবণ বিক্রি হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান জানান, এ মুহূর্তে লবণের কোনো সংকট নেই। তাই দাম বৃদ্ধির কোনো সম্ভাবনাও নেই। যদি কোনো ডিলার বা ব্যবসায়ী বেশি দামে লবণ বিক্রি করে তা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।