জেলা প্রতিনিধি, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীরের বাবা ‘গরীবের ডাক্তার’ নামে খ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল কাইয়ুম আর নেই। দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন প্রবীণ এই হোমিওপ্যাথিক চিকিৎসক।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত ৯টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিন ছেলে, সাত মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শুক্রবার ( ৩ ফেব্রয়ারী) সকাল ১১ টায় পাটাবুগা দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আব্দুল কাইয়ুম পৌরসভার মহিলা কলেজ গেইট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। চিকিৎসক আব্দুল কাইয়ুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামালপুর প্রেসক্লাব, সরিষাবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষক-হোমিওপ্যাথিক চিকিৎসক সহ সর্বস্তরের সাধারণ মানুষ।
চিকিৎসক আব্দুল কাইয়ুমের ছেলে সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর বলেন, স্বাধীনতার পূর্ব থেকে আব্দুল কাইয়ুম হোমিওপ্যাথিক চিকিৎসা পেশায় নিয়োজিত ছিল। পৌরসভার আরামনগর বাজার মহিলা কলেজ রোডে আল আমিন নামে একটি হোমিওপ্যাথিক ফার্মেসি রয়েছে তার। এলাকায় গরীবের ডাক্তার নামেই পরিচিত তিনি। নিজ জেলা জামালপুরের বাইরেও সিরাজগঞ্জ, কাজিপুর, টাঙ্গাইল, ধনবাড়ি, মধুপুর, ভুয়াপুর, গোপালপুর, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে তার কাছে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা নিয়েছে। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।