জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস স্মরণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদ ও প্রশাসন।
শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ ২৫ মার্চ রাতে নিহতদের রুহের মাগফিরাত পবিত্র ফাতেহা পাঠ করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।
পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হলরুম বজ্রকণ্ঠে নিহতদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (ওসি) আবুল মুনসুর, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জোনাকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বক্তব্য রাখেন।
পরে বেলা ১২ টায় গণহত্যা দিবসের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও বাদ জোহর কালরাতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।