,

খাবারের সন্ধানে ওরা…

জেলা প্রতিনিধি, মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার লোকালয়ে বিভিন্ন এলাকায় হনুমান ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। বড় আকারের হনুমান কখনও মোবাইল ফোনের টাওয়ার, কখনও গাছ, কখনও আবার ছাদে ঘোরাফেরা করছে।

বণ্যপ্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় অনেকেই দেখতে ভিড় করছেন। আবার ঘরের চালে অবস্থান করায় মানুষ আতঙ্কে আছেন।

গতকাল শনিবার দুপুরে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আবুল হোসেনের বাড়ির ঘরের চালে দুটি হনুমান অবস্থান করলে এলাকার মানুষের নজরে আসে।

খবর পেয়ে আশপাশের মানুষ তাদের জন্য কলা, পাউরুটিসহ বিভিন্ন খাবার নিয়ে আসেন। এ সময় হনুমান দুটি নিচে নেমে এসে তাঁদের হাত থেকে খাবার নিয়ে খায়। কিছুক্ষণ পর তারা অবস্থান ত্যাগ করে শেখ হাসিনা সেতুসংলগ্ন এলাকায় চলে যায়।

খাবার দিতে আসা কোহিনুর বেগম বলেন, মহম্মদপুরে সাধারণত হনুমান খুব একটা দেখা যায় না। মূলত খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে এসেছে। ঝুঁকি নিয়ে ওরা ঘরের চাল ও গাছের ডালে অবস্থান করছে। এখনও পর্যন্ত হনুমান কারও ওপর আক্রমণ করেনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা বিপুল কুমার চক্রবর্ত্তী জানান, যেহেতু এই হনুমান দুটি দলছুট হয়ে লোকালয়ে এসেছে, তাই কেউ বিরক্ত না করলে নিজে নিজেই ফিরে যাবে।

এই বিভাগের আরও খবর