,

কোথায় কখন ঈদের জামাত

বিডিনিউজ ১০ ডেস্কপবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার জামাতের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে কোথায় কখন ঈদের নামাজ আদায় করা হবে তা নির্ধারণ করে রাখা হয়েছে। ব্যুরো ও প্রতিনিধিরা জানান-

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ২৬৩টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের (চসিক) ব্যবস্থাপনায় সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জামে মসজিদ ময়দানে। এছাড়া চসিকের ব্যবস্থাপনায় বাকলিয়া স্টেডিয়ামে সকাল ৮টা, লালদীঘি শাহী জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিট, জালালাবাদ আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ ব্যুরো : নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে আগামী সোমবার পবিত্র ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। এছাড়া বড় মসজিদে সকাল ৮টায়, আকুয়া মার্কাস মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, বাকৃবি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, চরপাড়া জামিয়া ইসলামিয়ায় সকাল ৮টায় ও সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

রাজশাহী ব্যুরো : হযরত শাহমখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। রাজশাহীতে একই সময় ঈদের দ্বিতীয় বড় জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেববাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায়। সকাল ৮টায় রাজশাহীর অন্যতম বড় ঈদের জামাত হবে টিকাপাড়া ঈদগাহ ময়দানে।

সিলেট ব্যুরো : প্রধান জামাত অনুষ্ঠিত হবে শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল পৌনে ৮ টায়, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত হবে।

বরিশাল ব্যুরো : নগরীর কেন্দ্রীয় হেমায়েতউদ্দিন ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতের মধ্যদিয়ে নগরীর সর্বশেষ ঈদের জামাত সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় কসাই জামে মসজিদ ও জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদ ও পুলিশ লাইনস জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অপরদিকে নরিয়া স্কুল ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সোয়া ৮টায় অনুষ্ঠিত হবে।

গাইবান্ধা : শহরে ঈদের প্রধান জামাত স্টেডিয়াম সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সোয়া ৮টায় এবং দ্বিতীয় নামাজ সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হবে।

ঝালকাঠি প্রতিনিধি : ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। মোহাম্মদ রফিকুল ইসলাম নামাজে ইমামতি করবেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

শেরপুর : প্রধান জামাত পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এছাড়া সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে শেরপুর শহরের শেখহাটি ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা ঈদগাহে, শেখহাটি ঈদগাহ, মাই সাহেবা মসজিদ ঈদগাহে, চাপাতলী ঈদগাহে, তেরাবজার মাদ্রাসা ঈদগাহে এবং বাটারাঘাট ঈদগাহসহ অন্যান্য ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

রংপুর ব্যুরো : কালেক্টরেট ঈদগাহ ময়দানে রংপুর বিভাগীয় কমিশনার একেএম তরিকুল ইসলাম, জেলা প্রশাসক আসিব আহসানসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ২৫ হাজার মুসল্লি ঈদ জামাতে অংশ নেবেন। আবহাওয়া খারাপ থাকলে কাচারি বাজার কোর্ট জামে মসজিদে সকাল ৯টায় প্রথম জামাত ও সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। এদিকে রংপুর অঞ্চলের ঐতিহ্যবাহী গঙ্গাচড়া উপজেলার তালুক হাবু ভুবন শাহী ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট : সকাল ৮টায় শহরের জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আকস্মিক বৃষ্টিপাতে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরও খবর