গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদুৎ স্পর্শে মুন্সি আমিনুল ইসলাম (২৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সড়ে ৮ টার দিকে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মুন্সি আমিনুল ওই গ্রামের মুন্সি আয়ূব আলীর ছেলে। আমিনুল ঢাকায় লেপ তোষকের ব্যবসা করতেন।
কোটালীপাড়া থানারা ওসি শেখ লুৎফর রহমান জানান, সকাল সাড়ে ৮ টার গ্রামে বাড়িতে নির্মানাধীন বিল্ডিং এ ইেেলকট্রিক মটরের সাহায্যে পানি দিচ্ছিলেন আমিনুল। হঠাৎ মোটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।