,

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর ১০ বিশেষ উদ্যোগ নিয়ে নারী সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ নিয়ে নারী সমাবেশ করেছে জেলা তথ্য অফিস।

কোটালীপাড়া উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার ব্রান্ডিং বিষয়ক বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় দিনব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম।

নারী সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।

সমাবেশে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক নারী অংশগ্রহন করেন। প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ সম্পর্কে নারীদের অবহিত করা হয়।

এই বিভাগের আরও খবর