গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তাপস বাড়ৈ ও সাধারণ সম্পাদক দীপক সরকারসহ ৬৩ জন ছাত্রলীগ নেতা অসীম বাড়ৈ নামে এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। পরে তারা সুব্রত বিশ্বাসের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিয়ে আসেন।
কলাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক দীপক সরকার বলেন, ‘আমরা প্রথম দিনে শুক্রবার দু’ কৃষকের প্রায় ২ বিঘা জমির ধান কেটে দিয়েছি। পরে সে ধান আমরা দু’ কৃষকের বাড়িতে মাথায় করে পৌছে দেই। কৃষকের ধান স্বেচ্ছাশশম কেটে দেয়ার জন্য আমরা এ ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৯ টি টিম গঠন করেছি।’
তিনি আরো বলেন, ‘আমাদের ৯ টিমে মোট সদস্য সংখ্যা ৬৩ জন। এ টিমগুলো প্রতিদিন প্রতি ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমে কলাবাড়ি ইউনিয়নের গরীব ও বর্গা চাষীদের ধান কেটে ঘরে তুলে দেবে।’
কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার নিতুল রায় এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এভাবে সবাই এগিয়ে আসলে কৃষকরে ঘরে ধান তুলতে আর অসুবিধা হবে না।