-
- ঢাকা, দেশজুড়ে
- কোটালীপাড়ায় আগুনে পুড়লো ৩টি দোকান
কোটালীপাড়ায় আগুনে পুড়লো ৩টি দোকান
- নিউজ ডেস্ক
- প্রকাশের সময় November, 15, 2020, 7:41 pm
কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান ঘর ভস্মীভূত হয়েছে।
এ অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকগণ জানিয়েছেন।
উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, আজ রোববার দুপুরে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের বটতলায় বাবুল গাইনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট-সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এ সময় বাবুল গাইন, নীলকান্ত বাড়ৈ ও অমর গাইনের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এই তিনটি দোকান পুড়ে যাওয়ায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিক বাবুল গাইন।
এই বিভাগের আরও খবর