নিজস্ব প্রতিবেদক: এবার ঈদে বৃষ্টির উৎপাত থাকবে না। ঈদের দিন ঢাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি হলেও তা হবে খুবই সামান্য।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিন রাজধানীতে খুব গরম পড়বে না। তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। হলেও খুবই সামান্য।
ঢাকার বাইরে রংপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়ায় আবহাওয়াও এরকমই থাকবে।
এই আবহাওয়াবিদ বলেন, সিলেটে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশালের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। দিনভর বৃষ্টির সম্ভবনা খুবই কম।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, উড়িষ্যা, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া রাজশাহী, পাবনা, রংপুর, সিরাজগঞ্জ, দিনাজপুর ও নীলফামারী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এ দিকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।