নেত্রকোণা: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নূর আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পৌর এলাকার দিঘদাইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আলম নেত্রকোণার আটপাড়া উপজেলার আমাটি গ্রামের আব্দুল কদ্দুসের ছেলে। তিনি জীবন নামে এক ঠিকাদারের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির উপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নূর আলম পল্লী বিদ্যুতের খুঁটিতে উঠে লাইন বন্ধ করে কাজ করছিলেন। এ সময় পল্লী বিদ্যুৎ অফিস থেকে কর্মীরা লাইন চালু করে দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আলমের মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল (আসহা) মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।