,

‘কেউ যেন দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে’

ফাইল ফটো

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল: বিএনপির প্রতি জনগণের যে আস্থা আছে, তা ধরে রাখতে হবে। কেউ যেন কোনোভাবে দলের নাম ভাঙিয়ে অপকর্ম করতে না পারে, সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান।

গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তবিষয়ক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

দলের জ্যেষ্ঠ নেতাদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনাদের অধীন কর্মীদের প্রতি খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনো অপকর্ম করতে না পারে। সবার দায়িত্ব যা আছে, তা খুব গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সেদিকে খেয়াল রাখতে হবে। বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থা আছে। সেটা জনগণের মাঝে ভোটের আস্থায় ছড়িয়ে দিতে হবে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, প্রস্তাবিত ৩১ দফার নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, বিথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

কর্মশালায় দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এই বিভাগের আরও খবর