,

কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু করোনায়  আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে কাশিয়ানী উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৪ জন।

শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল কাইয়ূম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার চেয়ারম্যানের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে গোপালগঞ্জ পাঠানো হয়। বৃহস্পতিবার দিনগত রাতে নমুনা পরীক্ষার রিপোর্ট পাই। রিপোর্টে চেয়ারম্যানের দেহে করোনা পজেটিভ আসে।

চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, ‘করোনার শুরু থেকেই জনগণের সেবায় মাঠে থেকে কাজ করছি। সরকারি বিভিন্ন সাহায্য-সহযোগিতা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে নিরলস পরিশ্রম করেছি। মাঠপর্যায় কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছি।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, উপজেলা চেয়ারম্যান বর্তমান নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অফিস স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারিন্টাইনে পাঠানো হয়েছে। উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও জনসাধারণের চলাচল সীমিত করা হবে।’

এই বিভাগের আরও খবর