কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামের ঘরবাড়ি জীবানুমুক্ত রাখতে অন্যন্য উদ্যোগ গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ফারুক আহমেদ মিয়া।
রোববার (২৯ মার্চ) সকাল থেকে ২০ জন কর্মী বেথুড়ী ইউনিয়নকে জীবানুমুক্ত রাখতে কাজ শুরু করেছেন।
সমাজসেবক ফারুক মিয়ার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
জোতকুরা গ্রামের মোসলেম মোল্যা বলেন, ‘বেথুড়ী ইউনিয়নের প্রত্যেকটি গ্রামকে জীবানুমুক্ত রাখতে ফারুক মিয়ার এ রকম জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানাই। আমি মনে করি দেশের প্রত্যেকটি মানুষ এমনভাবে এগিয়ে আসলে আমরা করোনা মুক্ত থাকতে পারবো।’
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফারুক মিয়ার এই উদ্যোগের প্রশংসা করে সাধুহাটি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মিয়া বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এতদিন আমরা বেশ আতঙ্কে ছিলাম। জীবানুনাশক ওষুধ স্প্রে করে ফারুক মিয়া আমাদের আতঙ্কমুক্ত করেছেন।’
ফারুক আহমেদ মিয়া বলেন, ‘বেথুড়ী ইউনিয়নের প্রতিটি গ্রামকে করোনাভাইরাস সংক্রমণমুক্ত রাখতে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ ইউনিয়নের প্রতিটি নাগরিককে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য এবং দূর্যোগকালীন সময়ে নিরাপদ থাকার জন্য অনুরোধ করেন তিনি।